ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে হিজড়ার সংখ্যা ৯৮৯২

প্রকাশিত: ১০:১৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হিজড়াদের সংখ্যা ৯ হাজার ৮৯২ জন।  

রোববার জাতীয় সংসদে মহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। প্রমোদ মানকিন বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের মাসিক ৫০০ টাকা করে বয়স্ক ভাতা/বিশেষ ভাতা দেয়া হয়। হিজড়াদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ স্তরে ১ হাজার টাকা হারে উপবৃত্তি দেয়া হয়।

জামায়াত নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া হয়নি
কিশোরগঞ্জ-২ আসনের সরকার দলীয় সাংসদ সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সমাজসেবা অধিদফতর থেকে অরাজনৈতিক প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া হয়ে থাকে। যে কারণে জামায়াত নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া হয়নি।

তিনি জানান, সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তক্রমে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এইচএস/এনএফ/আরআইপি