সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন সাহাবুদ্দিন
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও এসময় উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময়ও করেন।
আরও পড়ুন: সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
নির্বাচনী তফসিল অনুযায়ী- রোববার (১২ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিকেলে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট জারি করা হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি হিসেবে যেসব সুযোগ-সুবিধা পাবেন সাহাবুদ্দিন
মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন।
এসইউজে/এএএইচ/এমএস