ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু ১৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (সিআইটিএফ) শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এদিন বিকেলে এ মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলায় দেশি-বিদেশি প্রায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নেবে। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন। এ সময় চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেয়ারবাজারে শর্তহীনভাবে কালো টাকা চায় ডিবিএ

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার প্রসারে চিটাগাং চেম্বারের উদ্যোগে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সময়ের ব্যবধানে এই বাণিজ্যমেলা চট্টগ্রামবাসীর প্রাণের মেলায় রূপ নিয়েছে। অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করবেন এ মেলায়। এ বছর মেলাকে আগের চেয়েও আকর্ষণীয় করে তুলতে সার্বিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠের প্রায় চার লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্কুলের প্লে থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে মেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: গ্রাহকের অর্থ আত্মসাৎ: ইস্টার্ন ব্যাংক কর্মকর্তার ২৭ বছরের সাজা

মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল রাখা হয়েছে। মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরানের ব্যবসায়ীরা নিজস্ব পণ্য নিয়ে অংশ নেবেন। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

ইকবাল হোসেন/বিএ/এএসএম