ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে অভিনব কায়দায় প্রতারণা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

দুজনই প্রতারক। প্রতারণার কাজে ব্যবহার করতেন একটি প্রাইভেটকার। ফেসবুকে বিজ্ঞাপন দেখে মোবাইল কেনার আগ্রহ দেখাতেন বিক্রয়কারীদের। পরে চট্টগ্রাম মহানগরীর রেডিসন ব্লুর সামনে এনে প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইল হাতিয়ে নিতেন তারা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে মো. মারুফুল চৌধুরী মুহিম ও মো. আব্দুল্লাহ আল মামুন নামে দুই প্রতারককে গ্রেফতার করেছেন কোতোয়ালী থানা-পুলিশ।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ এবং একটি মোবাইল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর।

গ্রেফতার মারুফুল চৌধুরী মুহিম চট্টগ্রামের আনোয়ারা থানার চাতুরি ৪নং ওয়ার্ডের কাদের মেম্বার বাড়ির মুহসীন চৌধুরীর ছেলে এবং আব্দুল্লাহ আল মামুন কোতোয়ালী থানার এনায়েত বাজার বাটালী রোডের এমএ আজিমের ছেলে।

জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি গোলাম রাব্বি নামের ভুক্তভোগী তার ব্যবহৃত মোবাইলটি বিক্রির জন্য ফেসবুকের মার্কেট প্লেসে বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপন দেখে প্রতারক মারুফুল চৌধুরী মুহিম তার বেনামি ফেসবুক আইডি থেকে মোবাইলটি কেনার জন্য ম্যাসেঞ্জারে যোগাযোগ করেন।

একপর্যায়ে ৬৭ হাজার টাকায় মোবাইলটির দরদাম ঠিক হয়। পরে ২ ফেব্রুয়ারি মোবাইলের মালিক গোলাম রাব্বি ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে মুহিম একটি মোবাইল নম্বর দিয়ে হোটেল রেডিসন ব্লুর সামনে গিয়ে যোগাযোগ করার জন্য বলে। এরপর গোলাম রাব্বি রেডিসন ব্লুর সামনে গিয়ে মুহিমের দেওয়ার মোবাইলে যোগাযোগ করলে তাকে একটি প্রাইভেটকার রিসিভ করতে যাচ্ছে বলে জানায়।

পাঁচ মিনিট পর একটি প্রাইভেটকার গিয়ে অজ্ঞাতনামা একটি ছেলে গোলাম রাব্বিকে গিয়ে বলে ‘বস হোটেলে মিটিংয়ে আছে’ বলে গোলাম রাব্বিকে প্রাইভেটকারে বসতে বলে মোবাইলটি দিতে বলেন। এ সময় মোবাইলটি নিয়ে তাকে গাড়িতে বসতে বলে ছেলেটি গাড়ি থেকে নেমে যান। এরপর ১০ মিনিটেও ফিরে না আসায় আগের নম্বরে কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়।

এরপর গোলাম রাব্বি গাড়ি থেকে নেমে ওই ছেলেকে হোটেলের মধ্যে খুঁজতে যান। হোটেলের সিকিউরিটি গার্ড ওই ছেলের দৈহিক বর্ণনামতো কাউকে দেখেনি বললে ফিরে এসে দেখেন গাড়িটিও নেই। এরপর কোতোয়ালী থানায় মামলা করেন গোলাম রাব্বি।

ওসি জাহিদুল কবীর বলেন, ভুক্তভোগীর মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে প্রতারককে চিহ্নিত করে বৃহস্পতিবার বিকেলে হোটেল রেডিসন ব্লুর সামনে থেকে মুহিম ও মামুন নামের ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়।

এ সময় গোলাম রাব্বির আত্মসাৎকৃত মোবাইল সেটটি উদ্ধার ও প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। মূলত তারা ফেসবুকে বিজ্ঞাপন দেখে মোবাইল বিক্রেতাদের প্রতিবারই রেডিসন ব্লুর সামনে আসতে বলে। একই কায়দায় একজন হোটেলে মিটিংয়ে রয়েছেন জানিয়ে ভুক্তভোগীর মোবাইল নিয়ে একজন গাড়ি থেকে নেমে গিয়ে কিছু দূরে আড়ালে দাঁড়িয়ে থাকে।

স্বাভাবিকভাবে প্রথমজন ফিরে না এলে তাকে খুঁজতে নামলে প্রথমজন আড়াল থেকে গাড়িতে এসে দুইজনই গাড়ি নিয়ে চলে যায়। গ্রেফতার প্রতারকরা একই কায়দায় আরও অনেকের মোবাইল আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বলে জানান ওসি।

ইকবাল হোসেন/এমআরএম/এএসএম