ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

রাজধানীতে ইসলামী দলগুলোর মহাসমাবেশ উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদ এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে পুলিশ বায়তুল মোকাররমসহ এর আশপাশে অবস্থান নিয়েছে।

বায়তুল মোকাররম এলাকায় দায়িত্বরত পুলিশের এসআই জাকারিয়া জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবিতে শুক্রবার বাদ জুমা মহাসমাবেশের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহাসমাবেশে ইসলামী দলগুলোর লিফলেটে পবিত্র হজ ও রাসূল (সা.) সম্পর্কে কটূক্তিকারী লতিফ সিদ্দিকীর সর্ব্বোচ্চ শাস্তি এবং ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্ব্বোচ্চ শাস্তির আইন পাশের দাবি করা হয়েছে। এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ইসলামী দলগুলো এসে বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হয়।