চট্টগ্রামে পুরোনো ভবনের দেওয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু
ভবনটি ভাঙার সময় দেওয়াল ধসে পড়ে
চট্টগ্রামে ভবনের দেওয়াল ধসে মো. জসিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখান এলাকায় সিকদার হোটেলের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন দাঁতমারা এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।
আরও পড়ুন: অবৈধ ভবন বৈধ করার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ
পুলিশ জানিয়েছে, নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন অপসারণের সময় দেওয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন জানান, পুরোনো ভবনের দেওয়ালের একটা অংশ নিচে ফুটপাতে ধসে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরও একজনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভবন নির্মাণে কী কী ছাড়পত্র লাগে?

ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, একটি পুরোনো ভবন ভাঙা হচ্ছে। ভবনটির সামনের অংশ ধসে দেওয়াল চাপায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ভবন ভাঙার কাজ নেওয়া সাব কনট্রাক্টরের সুপারভাইজার বলে শুনেছি। তবে এখনপর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: সরু গলিতে গড়ে উঠছে বহুতল ভবন, নেই অগ্নিনিরাপত্তা: আইপিডি
ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম