ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানা এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের সড়কের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, মৃত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশের ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই শাহাবুদ্দিন।
এমকেআর/এমএস