১৯০ টন চাল আত্মসাৎ: খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত
মাগুরা খাদ্যগুদামে ১৮৯ দশমিক ৯৮১ টন চাল আত্মসাৎ করে ৮৯ লাখ ৬৫ হাজার ৯৪৬ টাকা লোপাটের অভিযোগে সাবেক খাদ্য পরিদর্শক (বর্তমানে বরখাস্ত) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংস্থার উপ-পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহের দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। আসামির বিরুদ্ধে ৪০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজহারে বলা হয়, মাগুরার আড়পাড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক থাকাকালীন এ আত্মসাতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটি গত ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। এতে ক্ষমতার অপব্যবহার করে চারটি গুদাম থেকে আসামি চাল আত্মসাৎ করেছেন বলে জানানো হয়। বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করায় আসামির বিরুদ্ধে মামলা করে দুদক।
এসএম/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
- ২ গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্ট-চেক ইউনিট চালু করা খুবই জরুরি
- ৩ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং পদ্ধতির উদ্যোগ মালিক সমিতির
- ৪ লভ্যাংশ দেওয়ার নামে দুই কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেফতার
- ৫ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি, পরিপত্র জারি