যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় কিশোর নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় রাস্তা পারাপারের সময় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
মিরাজ গাজীপুরের কাপাসিয়া থানার বাসিন্দা। বর্তমানে যাত্রাবাডী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
রোববার (৫ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজের বাবা আকরাম হোসেন জাগো নিউজকে জানান, তিনি পেশায় গাড়িচালক। মিরাজ একটি ওয়ার্কশপে কাজ করে। সকালে রাস্তা পারাপার সময় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় মিরাজ। আহতাবস্থায় তাৎক্ষণিক তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার