ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মিক্সার মেশিন দুর্ঘটনায় পদ্মা রেল প্রকল্পের শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৬ মার্চ ২০২৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতুর রেল প্রকল্পের কাজ করার সময় মিক্সার মেশিনে মাথা ঢুকে মো. মফিজুল ইসলাম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে ঢামেকে নিয়ে আসা মো. মিজানুর রহমান জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর ছনবাড়িয়া এলাকায় পদ্মা রেল প্রকল্পের কাজ করার সময় বেল্টে পেঁচিয়ে মফিজুলের মাথা মিক্সার মেশিনে ঢুকে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন>> মার্চেই পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন

তিনি আরও জানান, নিহত মফিজুল কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার পোড়াগ্রাম গ্রামের মো. জাহেদুল মিয়ার ছেলে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর ছনবাড়িয়া এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/ইএ/এমএস