ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৯ মার্চ ২০২৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের নিমতলী এলাকায় বাসের ধাক্কায় মো. মাসুম ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (০৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইকবাল হোসেন জানান, মাসুম একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করতেন। আজ (বুধবার) ছুটির দিন থাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকার মাঝিআনা গ্রামের বাসিন্দা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমকেআর/এএসএম