ভাই-বোন হত্যায় বাবা-মা ও খালা আটক
রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই বোনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাবা, মা এবং খালাকে আটক করেছে র্যাব। বুধবার বেলা সোয়া ১১টার দিকে জামালপুর শহরের নতুন হাইস্কুল মোড় এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৩। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।
আটকরা হলেন-বাবা আমানুল্লাহ, মা জেসমিন এবং খালা মিলি। এর আগে মঙ্গলবার দুপুরে ক্যান্ট চাইনিজ রেস্তোরাঁর তিনজনকে আটক করা হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে চায়নিজ রেস্তোরাঁ থেকে আগের দিন আনা খাবার গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ে নুসরাত আমান (১২) ও আলভী আমান (৬)। এরপর তারা আর জেগে ওঠেনি। অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
শুভ্র মেহেদী/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি, ব্যবসায়ীদের আপত্তি
- ২ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ৩ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৪ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৫ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত