ফুলগাজীতে ইউপি নির্বাচন স্থগিত
ফেনী জেলার ফুলগাজী উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছেন। দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৬টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল ফুলগাজীতে।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও প্রভাব খাটানোর অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা।
বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে এ সিদ্ধান্ত নিল নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ফুলগাজী উপজেলার সব ইউপি’র ভোট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিকেলে এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পরশুরাম উপজেলার তিন ইউপিতে মনোনয়নপত্র জমার সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
দ্বিতীয় ধাপের সাড়ে ছয়শ’ ইউপিতে ৩১ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।
এইচএস/একে/আরআইপি