পূর্বাচলে রাস্তা পরিষ্কার করা গাড়ির চাপায় যুবক নিহত
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মো. আসিফ (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আসিফের সহকর্মী শওকত হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাঞ্চল এলাকায় রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করার সময় অসর্তকতা জনিত কারণে রাস্তা পরিষ্কার করার গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আসিফের যাত্রাবাড়ির ধলপুর এলাকার মো. কাল্লু মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে
জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস