বোয়ালখালীর নতুন উপজেলা চেয়ারম্যান রাজা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম রাজা নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৩০ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী এস এম মিজানুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৮ ভোট। অপর প্রার্থী কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীকে পান ৫৮৬ ভোট।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
বৃহস্পতিবার বোয়ালখালীতে ৮৬টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে ভোট পড়েছে ৩৪ হাজার ৪৭৮টি।
বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মারা যান। এর আগে তিনি ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইকবাল হোসেন/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা