ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাণী-বচন : ০৩ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:১৫ এএম, ০৩ মার্চ ২০১৬

বাণী
আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোনো পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।

-হেনরি ডেভিড থিওরো

আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
- শেখ সাদী

‘‘আমি জানি না’’- বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।
-হিব্রু প্রবাদ


বচন
বামুন বাদল বান,
দক্ষিণা পেলেই মান।

এইচআর/আরআইপি