বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় আবু তাহের (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর আপেইল্যার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: কেন্দ্রের বাইরে ইভিএম প্যানেল, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, আপেল্যার টেক এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস (চট্ট মেট্রো -চ ১১-৩৭৮০) ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন দিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় রিকশাচালক আবু তাহের গুরুতর আহত হন। তবে রিকশাটিতে কোনো যাত্রী ছিলো না। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির সময় গ্রেফতার ২
পাঁচলাইশ মডেল থানার এসআই লুৎফর রহমান সোহেল রানা বলেন, আহত অবস্থায় আবু তাহের নামের এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। পরে রাত পৌনে ১০টার সময় ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ইকবাল হোসেন/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব