ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ এএম, ২৭ মার্চ ২০২৩

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে সাতটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

রোববার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (সোমবার) সকাল ৬টা ৪৭ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায়। আমাদের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

jagonews24

আরও পড়ুন: কাপ্তানবাজারের আগুন নিয়ন্ত্রণে

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর আসেনি।

আরএসএম/এমএইচআর/জিকেএস