রাজধানীতে সহযোগীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রাজধানীর কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু (৪৮) ও তার সহযোগী মো. বাবু (৩৩)।
সোমবার (২৭ মার্চ) র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রোববার (২৬ মার্চ) রাজধানীর কদমতলী থানার নামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. দেলোয়ার হোসেন ওরফে দিলু ও তার মাদক ব্যবসার সহযোগী বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামি দিলুকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। আর বাবুর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।
আরএসএম/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার