অভ্যন্তরীণ সাত রুটে ভাড়া কমালো বিমান
ফাইল ছবি
পবিত্র রমজান উপলক্ষে ‘রমাদান অফার’ সেবা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স। এ সেবার আওতায় অভ্যন্তরীণ রুটের পৃথক সাতটি গন্তব্যে বিভিন্ন পরিমাণে ভাড়া কমিয়েছে বিমান।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রমজান উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে কক্সবাজার রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া তিন হাজার ৬০০ টাকা, চট্টগ্রাম দুই হাজার ৪০০ টাকা, বরিশাল দুই হাজার ২০০ টাকা, যশোর দুই হাজার ২০০ টাকা, রাজশাহী দুই হাজার ২০০ টাকা, সিলেট দুই হাজার ২০০ টাকা ও সৈয়দপুর দুই হাজার ২০০ টাকা।
এ সেবা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। তবে যাত্রী চাহিদা বাড়লে ভাড়াও বাড়তে পারে বলে সূত্র জানিয়েছে।
এমএমএ/ইএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা
- ২ আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ, চ্যানেলগুলোকে চিঠি
- ৩ ১৮ মাস পর ৮ জনের পরিচয় শনাক্ত, কবর দেখে আবেগাপ্লুত পরিবার
- ৪ মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা লুট
- ৫ রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি