ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:০২ পিএম, ৩১ মার্চ ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (৩১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারদের কাছ থেকে ১০ হাজার ৫৩৫ ইয়াবা, ৪৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা, ৮২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে বলেও জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরএসএম/এসএনআর/জিকেএস