উত্তরায় দগ্ধ সুমাইয়া লাইফ সাপোর্টে
রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া খানমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার রাত ১২টায় থেকে তাকে লাইফ সাপোর্টে রেখেছেন ডাক্তাররা।
এর আগে গত মঙ্গলবার অপেক্ষাকৃত ভালো চিকিৎসার জন্য সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে সুমাইয়ার দেবর মাহমুদুল হাসান জানিয়েছেন, মুলত তিনি ক্লিনিক্যাল ডেথ। তবে চিকিৎসকরা বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সুমাইয়া (৯০ শতাংশ দগ্ধ) ও তাঁর পরিবারের সবাই। আগুনে দগ্ধ হয়ে তার ছোট ছেলে জায়ান বিন নাওয়াজ এবং বড় ছেলে শালীন বিন নাওয়াজ শুক্রবারই মারা যায়। ঘটনার পরের দিন শনিবার বিকেলে মারা যান শাহনাওয়াজ। মেজো ছেলে জারিফ বিন নাওয়াজ (৬ শতাংশ দগ্ধ) সিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
জেইউ/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রার্থীদের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি
- ২ বিদেশগমন প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করেছে সরকার: আসিফ নজরুল
- ৩ ডেটা সুরক্ষার নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না: ফয়েজ তৈয়্যব
- ৪ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
- ৫ বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা