ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মানবতাবিরোধী অপরাধ

পরোয়ানাভুক্ত আসামি নিজামুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০০ পিএম, ১০ এপ্রিল ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি নিজামুল হক মিয়াকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আরও পড়ুন>> মানবতাবিরোধী অপরাধ: পলাতক দুই ফাঁসির আসামি গ্রেফতার

তিনি বলেন, আজ দুপুর ২টায় রাজধানীর ভাটারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে। তিনি ভাটারার পশ্চিম নূরের চালা কলাতন স্কুল রোডের একটি বাসায় থাকতেন।

গ্রেফতার নিজামুল হক মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর ০৬/২০১৯ ও ০২/২০২২ এর পরোয়ানাভুক্ত আসামি। তাকে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>> মায়ের সামনে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, ১৯ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

টিটি/এমএএইচ/এমএস