চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান সোহায়েল
রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল
চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান গোলাম সাদেক
আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহজাহানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে রিয়ার এডমিরাল গোলাম সাদেককে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে
প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ।
আরএমএম/এমডিআইএইচ/জেডএইচ/জিকেএস