ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহজালালে ১০ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৬ মার্চ ২০১৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। রোববার রাত সোয়া ৯টার দিকে সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে এ স্বর্ণ উদ্ধার করে শুল্ক প্রিভেনটিভ দল।

তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি জাগো নিউজকে বলেন, সিঙ্গাপুর থেকে আসা বিজি-০৮৫ বিমান অবতরণ করে রাত সাড়ে ৯টায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বিমানে তল্লাশি চালায় প্রিভেনটিভ দল।

তল্লাশিকালে বিমানের সিটের নিচ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর একেকটি বারের ওজন এক কেজি। এর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

জেইউ/বিএ