ফুটপাতের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করলো ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন আগারগাঁও মাহবুব-মোর্শেদ সরণির প্রধান সড়কের দুইপাশের ফুটপাত দখল করে রাখা ১০০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অভিযানে ফুটপাত দখল করে রাখা ১০০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

মোতাকাব্বীর আহমেদ বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।
এমএমএ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫