আজকের ধাঁধা : ০৮ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘গরুর খুরে উড়লো ধুলো,
সন্ধ্যা প্রদীপ তথায় জ্বালো।’
২. ‘গাছে থাকে সর্বদা,
কাটলে পরে শেষেরটা।
কাটো যদি মাথা,
ধপল পায় সেটা।
জানো যদি নামটা,
বলে দাও ধাঁধাটা।’
৩. ‘গলা আছে মাথা নাই,
হাত আছে পা নাই।
দেহ আছে প্রাণ নাই,
কিন্তু সে মানুষ গিলে খায়।’
৪. ‘গায়ে তার অনেক খোসা,
যাতে দাও স্বাদ খাসা।’
উত্তর :
১. গোধুলি
২. পাতাল
৩. জামা
৪. আলু
এসইউ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার কর্মী বিদ্যুৎস্পৃষ্ট
- ২ ঢামেক তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আলী সম্পাদক রুহুল
- ৩ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
- ৪ প্রশাসন হাদির খুনীকে ধরতে পারে না অথচ জামায়াত-বিএনপিকে ঠিকই ধরেছে
- ৫ ওসমান হাদির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: ফরিদা আখতার