ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পল্লবীতে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৩

রাজধানী মিরপুর পল্লবী এলাকার একটি বাসা থেকে মো. রেশাদ আকবর প্রত্যয় (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) মিরপুর-১২ এর সি ব্লকের ২ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জাগো নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

পারভেজ ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানা যায়, ওই বাসাতে ছয়জন সাবলেট করে থাকতেন। একজন বাড়ি যাওয়ায় পাঁচজন বাসাতেই অবস্থান করছিলেন। আজকে সকালে এক রুমমেট বেসিনের সামনে প্রত্যয়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি ৯৯৯ এ ফোন দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রত্যয় নিজেই গলা কেটে আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রত্যয় উচ্চশিক্ষিত। তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। তার বাড়ি যশোর জেলায়। প্রত্যয় বিয়েও করেছেন, সেই স্ত্রীর সঙ্গে এখন যোগাযোগ নেই। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঘটনাস্থলে সিআইডি পুলিশও কাজ করেছে।

কেএজেডআইএ/এমএএইচ/এএসএম