ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উন্নয়নের জন্য নারীরও সমান অবদান দরকার

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৮ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের একটি অংশকে দুর্বল রেখে উন্নয়ন সম্ভব নয়। আমরা উন্নতি করতেই চাই। উন্নয়নের জন্য নারীরও সমান অবদান রাখা দরকার। আর এ জন্যই অধিকার-মর্যাদায় নারীকে পুরুষের সমকক্ষ ভাবতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বার বার বলে গেছেন নারীর অধিকারের কথা। আমাদের মা-বোন যাদের উপর পাকিস্তানিরা একাত্তরে অত্যাচার করেছিলো তাদের স্মরণ করি। মুক্তিযুদ্ধের পরে মা-বোনেরা বিভিন্ন রোগ অসুখে ভুগছিলো। বিদেশ থেকে ডাক্তার এনে তাদের চিকিৎসা করা হয়।

শেখ হাসিনা বলেন, আমার মা একাত্তরের সেসব নারীদের সুস্থ করেছিলেন। তারা সুস্থ হওয়ার পর পরিচয় দিতে চাইতো না। বিয়ের জন্য সমস্যা হতো। বাবার নাম বলতে লজ্জা পেতো। জাতির পিতা বলেছিলেন, লিখে দাও বাবার নাম শেখ মুজিবুর রহমান। বাড়ি ৩২ নম্বর, ধানমন্ডি।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই নারীরা আজ বিশ্বেও বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে।

এএসএস/জেএইচ/পিআর