ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাড়িওয়ালাদের আল্টিমেটাম দিলেন সাঈদ খোকন

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৮ মার্চ ২০১৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে সব বাসা, বাড়ি বা প্রতিষ্ঠানের প্লাস্টার বা রং করা নেই আগামী তিন মাসের মধ্যে নিজ উদ্যেগে তা সংস্কার না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়র সাঈদ খোকন।

দক্ষিণ সিটি কর্পোরেশনে সৌন্দর্য ও পরিচ্ছনতা নিশ্চিত করতে চাই জানিয়ে মেয়র বলেন, বিভিন্ন সময় ভবন নির্মাণ করা হয় কিন্তু নানা কারণে মালিকরা প্লাস্টার বা বাড়িতে রঙ করেন না। ফলে ভবনে  অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে। সে দিক বিবেচনায়  এবং সৌন্দর্য বর্ধনে এই উদ্যাগ নেয়া হয়েছে।
 
স্যাত স্যাতে একটি ভবনে খুব সহজেই অ্যাজমা এলার্জি  হয়ে থাকে যা স্বাস্থ্যের জন্য হানিকর। এ ধরনের পরিস্থিতিতে স্থানীয় সরকার অধ্যাদেশ ২০০৯ এর ৩য়  অনুচ্ছেদের ১ এর ২ ধারা অনুযায়ী  নির্দেশ দিতে পারবে` বলে জানান মেয়র।

তিনি আরো বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সরকারি আধাসরকারি ভবন মালিকরা আগামী ৩ মাসের মধ্যে যদি চুনকাম বা রঙ, প্লাস্টার না করে তাহলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পরেও ফুটপাত বা রাস্তা দখল হয়েই থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন,  উচ্ছেদ অভিযান পরিচালনা করছি তারপরও অনেক জায়গায় আবার দখল হচ্ছে, আমরা নিজেরা চেষ্টা করছি পাশাপাশি দরকার সবাই মিলে সম্মিলিত উদ্যেগ গ্রহণের।

সংবাদ সম্মেলনে মেয়র ছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এমএস