দৌলতপুরে জমি নিয়ে বিরোধ
প্রতিপক্ষের আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্নে দুইজনের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে মন্ডলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- আক্তার মন্ডল (৪০) ও দীনি মন্ডল (৬০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ ঘটনায় দগ্ধ হয়ে মো. সাইদুল কাজী (৩৫) ও মো. ফারুক মন্ডল (২২) আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৩০ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে দীনি মন্ডল ও দুপুর দেড়টার দিকে আক্তার মন্ডল শেখ হাসিনা জতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান। এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আক্তার মন্ডলের ভাতিজা পারভেজ হোসাইন জানান, জমির খানের নেতৃত্বে প্রায় এক দেড়শ লোক মিলে বাড়িতে আটকে রেখে পেট্রল ও বোমা মেরে জ্বালিয়ে দেয়। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করো হয়। এ ঘটনায় প্রায় ২০ জন আহত রয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে একই পরিবারে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে আক্তার মন্ডল ও দিনু মন্ডল নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্তারের শরীরের ৪০ শতাংশ ও দীনু মন্ডলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।
কাজী আল-আমিন/এমএএইচ/