ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আজকের ধাঁধা : ০৯ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:০৪ এএম, ০৯ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘চিলিবিলি পাতা,
     মোটাসোটা ডাল।
     ফলটা তার পাঁকা
     বীজটি তার লাল।’

২. ‘চলতে চলতে তার চলা হয় ভার,
     মাথা কেটে দিলে চলে আবার।’

৩. ‘চারিদিকে কাজ তার,
     মুখ তৈরি চর্মে।
     সহায়তা করে সে,
     গান বাজনার কর্মে।’

৪. ‘চার কলসি দুধে ভরা,
     ঢাকনা ছাড়া উপুড় করা।’

উত্তর :
১. তেঁতুল
২. কাঠ পেন্সিল
৩. ঢোল
৪. গাভি

এসইউ/পিআর