ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারে দুইটি বাসে আগুন

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৯ মার্চ ২০১৬

জামায়াতের ডাকা হরতাল শুরু হওয়ার আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে সাভারের বলিয়ারপুরে শ্যামলী পরিবহনের দুটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর এন আর সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে শ্যামলী গ্রুপের এন আর সিনজি ফিলিং স্টেশনে শ্যামলী পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে পৌছে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই বাস দুটি আগুনে পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা বাস দুটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আল-মামুন/আরএস/এমএস