ঐতিহাসিক স্থাপনা ঘিরে হেরিটেজ বলয় সৃষ্টি করবে ঢাকা দক্ষিণ সিটি
ছবি: সংগৃহীত
গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা নিয়ে পৃথক ৭টি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কাজের অংশ হিসেবে বুধবার (১০ মে) হেরিটেজ বলয়-৫ সৃষ্টির লক্ষ্যে ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করবেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৯ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে জানানো হয়, ঢাকায় গেজেটভুক্ত ৭৪ ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে ৬৬টির অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায়। ৬৬ স্থাপনাসহ আরও গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক কয়েকটি স্থাপনাকে নিয়ে সাতটি হেরিটেজ বলয় সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার ঢাকেশ্বরী মন্দির এলাকা পরিদর্শন করবে মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এ মন্দির এলাকায় অনেকগুলো ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এগুলো কীভাবে সংরক্ষণ এবং দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা যায়, তার পরিকল্পনা নেওয়া হবে। পর্যায়ক্রমে ডিএসসিসির অধীনে থাকা অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন করা হবে।
এমএমএ/এএএইচ/এমএস