ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জ আসছেন আল্লামা শফি

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৯ মার্চ ২০১৬

বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামী সম্মেলনে যোগ দিতে নারায়ণগঞ্জে আসছেন হেফাজতে ইসলামের আমীর শাহ আল্লামা শফি।

বেফাকের সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

আল্লামা শফি বুধবার বিকেল ৪টায় উক্ত অনুষ্ঠানের সভাস্থলে আসন গ্রহণ করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর হেফাজতের আহবায়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

তিনি জানান, আল্লামা শফি চট্রগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। আশা করছি কোনো ধরনের সমস্যা না হলে হুজুর সঠিক সময়ের মধ্যে নারায়ণগঞ্জে আসবেন।

এদিকে আল্লামা শফির নারায়ণগঞ্জে আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। বেফাকের নেতৃবৃন্দসহ ওলামায়ে কেরামগণ ও সেচ্ছাসেবকরা চারদিকে অবস্থান করছেন।

এছাড়া সকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিসহ অনুষ্ঠানের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
শাহাদাত হোসেন/এফএ/এমএস