বিএসটিআই’র অভিযান: নকল পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা
ঢাকার চকবাজারে ব্র্যান্ডের নাম নকল করে মানহীন পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই প্রতিষ্ঠানটির সব ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়। মঙ্গলবার (২৩ মে) এ অভিযান চালায় পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই।
বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকবাজার থানাধীন এলাকায় এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি। বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী, বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম নকল করে ‘ফুল ক্রিম মিল্ক পাউডার’ এবং বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে ‘চাট মশলা, চটপটি মশলা, চিকেন রোস্ট মশলা, বিরিয়ানী মশলা, চিকেন তন্দুরী মশলা, মাংসের মশলা, টেস্টিং সল্ট’ বিক্রি এবং বাজারজাত করার অপরাধে শারমীন ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
একই পণ্যসমূহের অনুকূলে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী, পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানকে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে পাওয়া সব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন মো. রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই এবং মো. মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সাইদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই।
এসএনআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ এফএএস ফাইন্যান্সের প্রায় ৫৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের ২ মামলা
- ২ ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
- ৩ মানবাধিকার কমিশনের চেয়ারপারসন-কমিশনার নিয়োগে বাছাই কমিটি
- ৪ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুলের বিরুদ্ধে দুই মামলা
- ৫ কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৬ কোটি টাকা লোপাট, ৭ মামলা