ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আনোয়ারায় সবুর হত্যা

৩৩ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৫ মে ২০২৩

চট্টগ্রামে সহপাঠীকে হত্যা করে ৩৩ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজা পাওয়া মো. শাহাবুদ্দিন নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৪ মে) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বিআরটিসি ট্রাক ডিপো মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাবুদ্দিন চট্টগ্রামের আনোয়ারা থানাধীন শোলকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৭।   

র‍্যাব জানায়, গ্রেফতার শাহাবুদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন শোলকাটা গ্রামের একটি মাদরাসায় লেখাপড়া করতেন। তার সহপাঠী ছিলেন ভুক্তভোগী মো. সবুর। ১৯৯০ সালের ২১ মার্চ ঝগড়া বাঁধে দুইজনের মধ্যে। ঝগড়ার একপর‍্যায়ে সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন শাহাবুদ্দিন। পরবর্তীতে গুরুতর আহত সবুরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আনোয়ারা থানায় হত্যা মামলা করে সবুরের বাবা। ওই মামলার পর থেকে পালিয়ে থাকা শাহাবুদ্দিনের অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

বুধবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিআরটিসি ট্রাক ডিপো মোড় থেকে তাকে গ্রেফতার করার কথা জানায় র‍্যাব।

ইকবাল হোসেন/এমআইএইচএস/জিকেএস