মেয়ের ওপর অভিমানে গলায় ফাঁস নিলেন মা
ফাইল ছবি
রাজধানীতে সুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে শাহজাহানপুরের গুলবাগ এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা আব্দুল জলিল বলেন, আমার নাতনি মাহি তার মায়ের (সুমি) কথা শুনতো না। সে শুধু আড্ডা দিতো। বিষয়টি নিয়ে হতাশ ছিল সুমি। একপর্যায়ে মেয়ের সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে আমরা সুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: থানার ভেতরে মিললো এসআইয়ের ঝুলন্ত মরদেহ
নিহতের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার চরলক্ষ্মী গ্রামে। তিনি গুলবাগে ভাড়াবাসায় থাকতেন। নিহতের এক ছেলে এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার