ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৫ মে ২০২৩

চট্টগ্রামে লাখ টাকা ও জুয়ার সামগ্রীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আবদুল কাশেম (৩৮), মো. নজরুল ইসলাম (৩৩), মো. জাফর আহম্মদ (৪০), মো. এনামুল হক (৪২), মো. সিরাজুল ইসলাম (৩২), মো. সোহেল মাহমুদ (২৫) ও মো. আরমান (৩২)। তারা সবাই বন্দর ও পাহাড়তলী এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে এক লাখ ১৭ হাজার টাকা ও জুয়ার সামগ্রী জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম