তেজগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকার একটি বাসায় ফিরোজা বেগম নামে (৫০) এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন শামসুন্নাহার জানান, আমার বোন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী শহিদুল ইসলাম টঙ্গী এলাকায় থাকেন। তার সঙ্গে তেমন যোগাযোগ নেই। একটি মেয়ে, সেও বাইরে থাকে। এ নিয়ে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। পরে দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে গিয়ে ঝুলন্ত দেখতে পাই। আশপাশের লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার দীঘত শৈলহাটি গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমীন/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার