ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৭ মে ২০২৩

রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলম নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর। শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ আলমের ছেলে মোমিন জানান, তার বাবার নিজের কয়েকটি ভ্যান রয়েছে। নিজেও ভ্যান চালাতেন। গ্যারেজে ভ্যানের ব্যাটারিতে চার্চ দেওয়ার সময় ইলেকট্রিক তার বের হয়েছিল, তা দেখতে না পেয়ে ঐ তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার বাবা। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়। তেজগাঁও কুনিপাড়ার ২৩/এ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/এমএস