সড়ক পার হতে গিয়ে শিশু, ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
নিহতের বাড়িতে শোকের ছায়া, ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৭ মে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ইশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের ফারুক মিয়ার ছেলে অমিত হাসান মারুফ (১৬) ও হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামের আবুল কাশেমের শিশু ছেলে জুনায়েদ আহমেদ (৪)।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে অমিত হাসান মারুফ মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহগামী মাইজবাগ বাজারের দিকে আসছিল। পথে গালাহার মোড়ে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অমিত হাসান মারুফ মারা যায়।
এদিকে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে একা একা সড়ক পার হচ্ছিল জুনায়েদ। এ সময় দ্রুত গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।
মঞ্জুরুল ইসলাম/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫