ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১২৫ বিমানসেনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৮ মে ২০২৩

বাংলাদেশ বিমানবাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএএমইউএইচইউ-৩ কন্টিনজেনের মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (২৮ মে) বিমানবাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়ুন> শান্তি মিশনে আত্মত্যাগ/ ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক পেলেন ৫ বাংলাদেশি 

jagonews24

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমানবাহিনী প্রধান।

আরও পড়ুন> জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আইএসপিআরের নানা কর্মসূচি 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অধিনায়করা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এসএনআর/জিকেএস