চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার
প্রতীকী ছবি
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে দেড় হাজার ইয়াবাসহ সালাহ উদ্দিন (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ মে) বেলা পৌনে ১১টার দিকে সিআরবি ফাঁড়ির তুলাতলী বস্তির তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সালাহ উদ্দিন কক্সবাজারের টেকনাথ থানাধীন কলেজপাড়া গ্রামের প্রয়াত মো. হুসাইনের ছেলে। একই ঘটনায় মনা বেগম (২৮) নামের এক নারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা পৌনে ১১টার দিকে সিআরবি সংলগ্ন তুলাতলী বস্তি এলাকা থেকে ৬০ বছর বয়সী এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় এক নারী সহযোগী মাদক কারবারি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে বিকেলে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ২ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৩ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৪ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব
- ৫ ২১ জানুয়ারি থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন