মগবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মগবাজারে রমনা থানার পাশে একটি বহুতল ভবনের অষ্টম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ৭টি ইউনিট কাজ করে। সর্বশেষ খবর অনুযায়ী রাত ৮টা ১৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মগবাজারের ১২৬/এ নম্বর ৯ তলা ভবনের ৮ম তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সর্বশেষ রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
জেইউ/এআরএস/এবিএস