কদমতলীতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
রাজধানীর কদমতলী থানা সংলগ্ন মুরাদপুর এলাকায় নির্মানাধীন ভবনের পাশে একটি টিনশেট ঘরে এক ব্যক্তিকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার (৩১ মে) এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।
আটকরা হলেন মো. রজব আলী (২৫) ও নাজিম উদ্দিন (২৩)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা এনায়েত কবির সোয়েব জানান, গত ২৮ মে কদমতলীর মুরাদপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে টিনশেট ঘরে বিপ্লব নামের এক ব্যক্তির সঙ্গে তার ঠিকাদার ব্যবসায়ী বন্ধু হাসানুল ইসলাম স্বপন দেখা করতে যান। স্বপন ও বিপ্লবের আলোচনার একপর্যায়ে রজব আলী (২৫), নাজিম উদ্দিন (২৩), ইব্রাহিম (২০), আব্দুল জলিল (৪৫) ও রিপন (২৫) মিলে তাদের আটকে রাখেন।
এসময় ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বপনের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আরও পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিপ্লবকে আটকে রেখে স্বপনকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (২৯ মে) তারা স্বপনকে ফোন করে টাকা দিয়ে তার বন্ধু বিপ্লবকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় তারা। এরপর র্যাব-১০ অভিযোগ পেলে মঙ্গলবার (৩০ মে) সেখানে অভিযান চালানো হয়। বিপ্লবকে উদ্ধার করে র্যাব। এসময় গ্রেফতার করা হয় দুজনকে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে। গ্রেফতার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এসএনআর/এএসএম