চট্টগ্রাম-১০ আসনের এমপি ডা. আফছারুল আমীন মারা গেছেন
ডা. আফছারুল আমীন/ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমীন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০২০ সালের শুরুর দিকে ডা. আফছারুলের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আফছারুল আমীন চট্টগ্রাম-১০ আসনে ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচন করেন। এর টানা পাঁচবার এ আসনে নৌকার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হন।
তিনি নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন প্রবীণ এ নেতা।
ইকবাল হোসেন/এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ কলকাতা উপ-হাইকমিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ
- ২ জ্বালানি সংক্রান্ত গবেষণার জন্য পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ
- ৩ বাংলাদেশ যেন ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই গণভোট
- ৪ অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যু
- ৫ কম খরচে ইথিওপিয়ান এয়ারলাইন্সে যেতে পারবেন বাংলাদেশের সেনাসদস্যরা