আজিমপুরে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর কবরস্থান এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হোসাইন জানান, খবর পেয়ে আজিমপুর কবরস্থানের পাশের ফুটপাত থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকজনের কাছে থেকে জানতে পারি এ বৃদ্ধ ওই এলাকায় ভবঘুরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পোস্টাল ব্যালটে ১৫ লাখেরও বেশি নিবন্ধন অভূতপূর্ব ও ঐতিহাসিক ঘটনা
- ২ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ৩ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৪ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৫ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়