ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

তেজগাঁওয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৪ জুন ২০২৩

রাজধানীর তেজগাঁও থানাধীন শিল্পাঞ্চল থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. ওসমান মোল্লা (৩৬)। রোববার (৪ জুন) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আর পড়ুন> মাদকবিরোধী অভিযান/ জনপ্রতিনিধি, প্রভাবশালী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না: র‌্যাব

তিনি জানান, শনিবার (৪ জুন) রাজধানীর তেজগাঁও থানাধীন শিল্প এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ওসমান মোল্লাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান তার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার নামে মতিঝিল থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় ওসমানের। রায় ঘোষণার পর থেকে ওসমান স্থান পরিবর্তন করে আত্মগোপন করে ছিলেন।

আরও পড়ুন> ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৪

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

আরএসএম/এসএনআর/এমএস