এমআইএসটিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) বিশ্ব পরিবেশ পালিত হয়েছে।
সোমবার (৫ জুন) এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে দিবসটি পালন করা হয়। এতে সহযোগিতা করে এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাব ও জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রতিনিধি নূর আহম্মেদ খন্দকার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিশ্ব পরিবেশ দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিডব্লিউআইএস-এফএস এম সাপোর্ট সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আব্দুল্লাহ আল মুয়িদ প্রধান বক্তা হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বর্জন এবং করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।
পরে প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, চ্যানেল ২৪, ইয়োথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও এমআইএসটি এনভায়রনমেন্টাল ক্লাবের শিক্ষার্থী প্রতিনিধিরা প্লাস্টিক দূষণের প্রতিকার এবং প্রাথমিক কৃষিজ উপকরণে ব্যবহৃত প্লাস্টিক মোড়কের সঠিক নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট- ইকো অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, অটোকেড ও কেস কম্পিটিশন ইত্যাদিতে অংশগ্রহণকারী এমআইএসটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টিটি/এএএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ অপারেশন ডেভিল হান্টে আরও ৫১০ জন গ্রেফতার, উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র
- ২ ‘হাদি হত্যার বিচার যেন সিরাজ শিকদারের মতো ঝুলে না যায়’
- ৩ রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ৮ দাবি আদায় না হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধের হুঁশিয়ারি
- ৫ বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় ৬০০ জনের নামে মামলা, গ্রেফতার ৪৫